করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

  02-08-2020 06:08PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার অমিত শাহ নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, অমিত শাহ টুইট করে জানিয়েছেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা টেস্ট করাই। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।

এদিকে করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৫০ হাজার ৭২৩। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন