করোনা ছড়িয়ে পড়ল নরওয়ের প্রমোদ তরীতে

  04-08-2020 10:10AM


পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এর ধ্বংসযজ্ঞে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ।

এখনও পর্যন্ত সফল ও কার্যকর কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এই ভাইরাস। এবার প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে নরওয়ের একটি প্রমোদ তরীতে।

এ পর্যন্ত ৪০ যাত্রীর দেহে এই ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।খবর বিবিসি’র।

এমএস রোয়াল্ড আমান্টসেন নামে ওই প্রমোদ তরীর কয়েকশ’ যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।পর্যায়ক্রমে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

জাহাজটি গত শুক্রবার থেকে নরওয়ের উত্তরাঞ্চলীয় ট্রমসো বন্দরে নোঙর করে রাখা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন