লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ, জনতা-পুলিশ সংঘর্ষ

  07-08-2020 11:27AM


পিএনএস ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ দেশটির মানুষ। তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। বৃহস্পতিবার বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। খবর বিবিসি'র।

প্রতিবেদনে বলা হয়, সরকারের অবহেলার কারণে বৈরুতের বন্দরে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

মঙ্গলবার জোড়া বিস্ফোরণে শহরটির বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। পারমাণবিক বোমার মতো শক্তিশালী এ বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে ৫ হাজারেরও বেশি। কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ।

ঘরবাড়ি হারিয়ে প্রায় ৩ লাখ মানুষ রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন। খাদ্য ও পানির সংকটে পরিস্থিতি আরও তীব্র হচ্ছে।

২০১৩ সাল থেকে বন্দরের একটি গুদামে মজুত রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটে বলে সরকার দাবি করে।

এত বছর ধরে কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য গুদামটিতে পড়ে ছিল, এমন প্রশ্নে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে।

বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দেয়। তাদের অভিযোগ, সরকারের অবহেলার কারণে এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা ঘটল।

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পার্লামেন্টের কাছে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বৈরুতের বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন