ডিজিটাল স্ট্রাইকে ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি চীনের

  07-08-2020 01:00PM


পিএনএস ডেস্ক: করোনার কোপে যুক্তরাষ্ট্র। কিছুতেই মুক্তির পথ পাচ্ছে না। মৃত্যু মিছিল যত বাড়ছে তত চীনের উপর রাগের পারদ চড়ছে যুক্তরাষ্ট্রের। তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প। আগেই টিকটক ব্যান করার কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। এবার চীনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের মাধ্যমে সবরকম লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে। ৪৫ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছেন তিনি।

ভারতের পর যুক্তরাষ্ট্রের এমন ডিজিটাল স্ট্রাইকে ভীষ ভাবে ক্ষুব্ধ চীন কঠিন হুঁশিয়ারি দিয়েছে। জিনপিং প্রশাসনের পক্ষ থেকে রীতিমত আমেরিকাকে সতর্ক করে বলা হয়েছে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। অবিলম্বে এই ভুল সংশোধন করা উচিত তাদের। আমেরিকা আন্তর্জাতির বাণিজ্যনীতি লঙ্ঘন করছে বলে পাল্টা অভিযোগ করেছে বেইজিং।

এদিকে করোনা আবহে একের পর এক ডিজিটাল স্ট্রাইকে বিপর্যস্ত চীন। ভারত ৪৫টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। তার মধ্যে টিকটক উইচ্যাটও রয়েছে। টিকটকের সবচেয়ে বেশি গ্রাহক ছিল ভারতে। তারপরেই আমেরিকা টিকটক ব্যান করায় ফের আর্থিক সংকটে পড়েছে চীন। একের পর এক ডিজিটাল স্ট্রাইকে চীনের আর্থিক ব্যবস্থায় প্রবল ধাক্কা খেয়েছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন