শত কোটিপতির ক্লাবে অ্যাপলের টিম কুক

  11-08-2020 02:43PM


পিএনএস ডেস্ক: বিশ্বের শত কোটিপতির তালিকায় ঢুকে পড়লেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। করোনাভাইরাস মহামারির মধ্যেও অ্যাপলের শেয়ারের মূল্য বাড়তে থাকায় আরও সম্পদশালী হয়েছেন তিনি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অ্যাপল ইনকরপোরেশনের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। তাতে ৪৪ বছরের প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ কোটি ডলার। এতেই সম্পদের পরিমাণ বেড়েছে অ্যাপলের প্রধান নির্বাহী কুকের।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসেব মতে, তার সম্পত্তি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটিতে কুকের শেয়ারের সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি।
চলমান করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বজুড়ে অধিকাংশ ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের পতন ঘটলেও আয় বাড়ছে অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের মতো টেক জায়ান্টগুলোর।

গত সপ্তাহে ১০০ বিলিয়ন ডলার বা সেন্টিবিলিয়নিয়ারের ক্লাবে ঢুকে পড়েন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী বা ‘সেন্টিবিলিয়নিয়ার’ হয়েছেন। সেন্টিবিলিয়নিয়ার’ তালিকায় জাকারবার্গের সামনে আছেন ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

চলমান করোনাকালে এই তিন প্রযুক্তি ব্যবসায়ীরই সম্পদ বেড়েছে। এর মধ্যে জেফ বেজোসের ৭ হাজার ৫০০ কোটি ডলার ও জাকারবার্গের ২ হাজার ২০০ কোটি ডলার বেড়েছে। বর্তমানে বিশ্বের এক নম্বর ধনী জেফ বেজোসের নিট সম্পদমূল্য ১৮ হাজার ৯৮০ কোটি ডলার। আর দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের রয়েছে ১১ হাজার ৩৬০ কোটি ডলারের সম্পদ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন