মমতা করোনা নিয়ে ফের কবিতা লিখলেন

  13-08-2020 03:23PM


পিএনএস ডেস্ক: করোনা নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজিতে কবিতার নাম 'Pale'। আর বাংলায় যার অর্থ 'ফ্যাকাসে'। করোনার প্রকোপে জনজীবন কীভাবে স্তব্ধ ও থমকে গেছে, তার কথাই কবিতায় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই কবিতাটি পোস্ট করেন তিনি। এ কবিতায় বর্তমান পৃথিবীর কথা তিনি তুলে ধরেছেন। বদলে যাওয়া পৃথিবীর কথা তিনি তুলে ধরেছেন। শেষ করেছেন কবে আসবে জীবন রক্ষক অর্থাৎ ভ্যাকসিনের প্রসঙ্গ তুলে। তবে সবাই যে অপেক্ষায় রয়েছে, সেই কথাও তুলে ধরেছেন তিনি।

এর আগে তিনি ‘কোভিড ১৯’ নামে দ্বিতীয় কবিতা লিখেন। করোনা নিয়ে তার প্রথম কবিতার শিরোনাম ছিল ‘করোনা’।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন