করোনায় ভারতে একদিনে রেকর্ড ১২৯০ জনের মৃত্যু

  16-09-2020 11:36AM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি ক্রমশই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে দেশটিতে করোনায় একদিনে ১ হাজার ২৯০ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮২ হাজার ৬৬ জন।

বুধবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ১২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ লাখ ২০ হাজার ৩৫৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে একই সময়ে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৬১ জন। সুস্থতার হার ৭৮ দশমিক ২৮ শতাংশ।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনায় মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩০ হাজার ৪০৯ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৫০২ জন, কর্ণাটকে ৭ হাজার ৪৮১ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৪১ জন, দিল্লিতে ৪ হাজার ৮০৬ জন এবং উত্তরপ্রদেশে ৪ হাজার ৬০৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে।

ভারত এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন