করোনাভাইরাস: নিউজিল্যান্ডে অর্থনৈতিক মন্দার রেকর্ড

  18-09-2020 12:01AM

পিএনএস ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝে করোনা মহামারি নিয়ন্ত্রণ করে বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু কঠোর লকডাউন ও বিধিনিষেধের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।

করোনায় শুরু থেকে কঠোর লকডাউন জারি করে নিউজিল্যান্ড সরকার। সবগুলো সীমান্তও বন্ধ করে দেয় তারা। তাতে ভাইরাসে অন্য দেশগুলোর মতো ক্ষয়ক্ষতির মুখে না পড়লেও এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২.২ শতাংশ সংকুচিত হয়েছে।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৯৮৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর এটাই নিউজিল্যান্ডে প্রথম মন্দা। কিন্তু সরকারের আশা, দ্রুত এই মন্দা কাটিয়ে উঠতে পারবে নিউজিল্যান্ড।
অর্থমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেছেন, প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছে জিডিপির অবস্থা, ‘আমরা খুব দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরবো আশা করি।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন