ফিলিস্তিন সঙ্কট সমাধানের আহ্বান বাহরাইনের

  25-09-2020 11:18AM


পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক আইন অনুসরণ করে আরব পিস ইনিশিয়েটিভ-এর আলোকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আহ্বান করেছেন বাহরাইনের রাজা।

এছাড়া ইসরায়েলের সঙ্গে বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসান ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫তম ভার্চুয়াল সাধারণ অধিবেশনে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা একথা বলেন।

হামাদ বলেন, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আলোকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া এ সম্পর্ক আন্তর্জাতিক আইন ও আরব পিস ইনিশিয়েটিভ-এর আলোকে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে নিয়ে যাবে।’

হামাদ আরো বলেন, ‘ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা এই পরিশুদ্ধ বার্তা প্রদান করে যে, ব্যাপক ও বিস্তৃত শান্তির জন্য আমাদের হাত প্রসারিত।’

এছাড়া ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের বহুমুখী প্রচেষ্টার প্রশংসা করে হামাদ বলেন, ‘ইসরায়েরের স্বাভাবিক সম্পর্কের চুক্তি একটি সভ্য বার্তা যা এই অঞ্চলের সব মানুষের ভবিষ্যতের সর্বোত্তম নিশ্চয়তা প্রদান করে।’

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনের হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আরব আমিরাত স্বাভাবিক সম্পর্ক চুক্তির স্বাক্ষর করে। সূত্র : আল জাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন