নিউজিল্যান্ডের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জাসিন্দা আর্ডার্ন

  17-10-2020 04:48PM

পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ডের নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন বিজয়ী হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

গত সেপ্টেম্বরেই এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর নতুন প্রাদুর্ভাব দেখা দেয়ায় ভোট এক মাস পিছিয়ে দেয়া হয়। এছাড়া ৩ অক্টোবর থেকে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছিল। সেখানেও ১০ লাখের বেশি মানুষ তাদের রায় জানিয়েছেন।

বিশ্লেষকরা দাবি করছেন-করোনাভাইরাস মোকাবেলায় তার দারুণ সফলতার কারণেই তাকে ফের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে জনগণ।

নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট গণনা হয়েছে। দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয়ী হওয়ার আভাস দিচ্ছে।

১৯৯৬ সালে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা গ্রহণের পর নিউজিল্যান্ডে এই প্রথম কোনো দল এত বেশি আসনে জয়ী হতে যাচ্ছে।

ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ভাষ্যকার ব্রিইস এডওয়ার্ডস বলেন, এটা একটি ঐতিহাসিক পালাবদল। এর মধ্য দিয়ে নতুন কোনো ভিত্তি তৈরি হয়েছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন