ভিয়েতনামে বন্যা-ভূমিধসে মৃত ১০৫, পানিবন্দী ৫০ লাখ

  20-10-2020 07:17PM

পিএনএস ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১০৫ জন মারা গেছেন। বন্যাক্রান্ত হয়েছেন ৫০ লাখ মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে এক-তৃতীয়াংশই সেনাসদস্য। গত সপ্তাহে কাদামাটির নিচে চাপা পড়েন তারা। তবে ব্যারাকের ঘটনায় ২৭ জন নিখোঁজ বলে জানা গেছে, যাদের মধ্যে ১৫ জন নির্মাণ শ্রমিক।

বন্যায় অন্তত এক লাখ ৭৮ হাজার ঘরবাড়ি ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ হাজার হেক্টর জমির শস্য। প্রায় ৬ লাখ ৯০ হাজার পোলট্রি এবং গবাদিপশু মারা গেছে বা পানিতে ভেসে গেছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেখা গেছে, কুয়াং বিন প্রদেশে মানুষ ঘরের চালে আশ্রয় নিয়েছে। উদ্ধারকর্মী ও ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছেন তারা।

ভিয়েতনাম রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট এনগুয়েন থি জুয়ান থু জানান, কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি।

এক বিবৃতিতে তিনি জানান, করোনা পরিস্থিতির স্বীকার হওয়া লাখ লাখ মানুষের জীবনযাপনের উন্নয়ন নিয়ে তারা লড়ছেন। এর মধ্যে ঘরবাড়ি, রাস্তাঘাট, অবকাঠামো সবকিছু পানির নিচে তলিয়ে গেছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস (আইএফআরসি) জানান, ভয়াবহ এ বন্যায় অন্তত ৫০ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাক্রান্ত এসব মানুষের জন্য জরুরি সহায়তা প্রয়োজন।

সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা ক্রিস্টোফার রাসি বলেন, ‘এ বন্যা লাখ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে।’

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন