সিজদাই মস্তিষ্কের সকল রোগের ঔষধ

  23-11-2017 11:29PM

পিএনএস ডেস্ক: সকল প্রশংসা ই মহান আল্লাহ পাকের নিমিত্ত । তিনি এক ও অদ্বিতীয় । কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ই সিজদা পাওয়ার যোগ্য নয় । আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম । তাই আল্লাহ মহব্বতে সিজদায় লুটিয়ে পড়লে সকল সমস্যা থেকেই মুক্তি পাওয়া সম্ভব ।

সুজুদ বা সিজদাহ্ আরবী শব্দ । বাংলায় সিজদা বলে পরিচিত । রুকু থেকে দাঁড়িয়ে অতঃপর মাটিতে কপাল ও নাক স্পর্শ করাকে সিজদা বলে । সিজদা নামাজের গুরুত্বপূর্ণ অংশ । এটা কাবার দিকে মুখ করে দিতে হয় । সাথে” সুবাহানা রব্বি আল আলা ” ৩/৫/৭ বা পড়তে হয় ।

সিজদা ই হতে পারে মস্তিষ্কের সকল রোগের ঔষধ এই বক্তব্যে এখন আশা যাক ব্যাখ্যায়

মানব দেহের মস্তিষ্কে ১২ টি স্নায়ু বা Nerve থাকে ।এই Nerve গুলো শরীরের প্রতিটি System এর সাথে অঙ্গাঅঙ্গী জড়িত । শরীরের প্রতিটি System এর সাথে মস্তিষ্কের সাথে গভীর সম্পর্ক রয়েছে । উদাহরণ :- যেমন optic nerve খারাপ হলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে । fascial nerve খারাপ হলে মুখ অবস ও মুখ বাকিয়ে যেতে পারে । spinal nerve খারাপ হলে মানুষ পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে ইত্যাদি

যে সকল রোগের সরাসরি উপকার পাওয়া যাবে :

১. ফেশিয়াল পেলসি বা মুখ বাকিয়ে যাওয়া রোগে উপকার পাওয়া যাবে ।
২. আধ কপালী বা মাইগ্রেনের ব্যাথায় উপকার পাওয়া যাবে ।
৩. মৃগি রোগে উপকার পাওয়া যাবে ।
৪. হিষ্টিরিয়া রোগে উপকার পাওয়া যাবে ।
৫. উম্মাদ রোগে উপকার পাওয়া যাবে ।
৬. অনিদ্রার সমস্যা দুরভীত হবে ।
৭. আত্মহত্যার মনবৃত্তি দুর হবে ।
৮. সুচিবাই বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅডার সমস্যা দুর হবে ।
৯. হাত পা কাপুনি বা পারকিনসনিজমে উপকার পাওয়া যাবে ।
১০. বাতিক বা মেনিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যাবে ।
১১. বিষণ্নতা দুর করতে সাহায্য করে ।
১২.অসংলগ্ন মানসিকতা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ।
১৩. চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে ।
১৪. যৌনাঙ্গের উৎথ্যান জনিত সমস্যা দুর হয় ।
১৫. স্মৃতি শক্তি বৃদ্ধি পায় ।
১৬. স্টোকের ঝুকি কমায় ।
১৭. হিক্কা বা হেচকি রোগ কমায় ।
১৮. কাম ও ক্রোধ প্রসমিত হয় ।
১৯. প্যারাইসিস রোগের ঝুকি কমে ।
২০. হার্ট এ্যটাকের ঝুকি কমায় ।
২১. পেটের অবরুদ্ধ গ্যাস বের হতে সাহায্যে করে ।
২২. লিভারের সাথে অন্য অরগানের সাথে এডেশন হতে দেয় ।
২৩. নারী ভুরির স্পাজম সঠিক থাকে ।
২৪. দেহের প্রতিটি অংশে রক্ত সঙ্চলন স্বাভাবিক রাখে ।
২৫. ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে ।
২৬. চুলের পুষ্টির সমস্যা দুর করে ।
২৭. অস্তি সন্ধির প্রদাহ কমায় ।
২৮. অন্তঃস্রাবী রোগের আক্রমণ হ্রাস করে ।
২৯. কিডনি ও মুত্রজনন তন্তের প্রেসার কমায় ।
৩০. মেয়েদের জরায়ুর স্বাস্থ্য ভালো রাখে ।
৩১. সর্ব পরি আল্লাহর নৈকট্য অর্জন করা ।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন