ডিটারজেন্টের পানি কি পাক, না নাপাক?

  14-02-2018 02:05AM

পিএনএস ডেস্ক: প্রশ্ন : ডিটারজেন্টের পানি কি নাপাক? এই পানি গায়ে লাগলে কি নামাজ হবে?

উত্তর : না, নাপাক হওয়ার কোনো কারণ নেই। ডিটারজেন্টের পানি পাক কিন্তু যেহেতু রঙ পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটি মোতাহহের না, তাহের অর্থাৎ পবিত্র। অর্থাৎ এই পানি অন্য জিনিসকে পবিত্র করতে পারবে না।

পানির তিনটি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তাহের, অর্থাৎ যা নিজে পবিত্র, কিন্তু অন্য জিনিসকে পবিত্র করতে পারে না।

আরেকটি হচ্ছে মোতাহহের, অর্থাৎ এটি পবিত্র এবং পবিত্রতা এর মাধ্যমে হাসিল করা যায়। ডিটারজেন্টের পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে না, যেহেতু এর রং পরিবর্তন হয়ে যাচ্ছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন