ফরজ হজ আদায় না করলে কি করবেন?

  27-06-2018 05:27PM

পিএনএস ডেস্ক :

প্রশ্ন : কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হওয়ার পর সে তা আদায় করল না। এভাবে বিলম্ব করার পর একসময় তার সম্পদ খরচ হয়ে গেল এবং তার ওই পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকল না, যা দ্বারা তার ওপর হজ ফরজ হয়। এ অবস্থায় তার করণীয় কী?

উত্তর : হজ ফরজ হওয়ার পর তা আদায় করার আগেই সম্পদ অন্য কোনো খাতে ব্যয় হয়ে গেলেও সে ব্যক্তির জিম্মায় হজ বাকি থেকে যায়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব হজের জন্য টাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। যদি মৃত্যুর আগপর্যন্ত সামর্থ্য ফিরে না পায়, তাহলে অসিয়ত করে যাবে যেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তির এক-তৃতীয়াংশ থেকে বদলি হজ আদায় করা হয়।

উল্লেখ্য, হজ ফরজ হয়ে যাওয়ার পর তা আদায়ে বিলম্ব করা কিছুতেই উচিত নয়; বরং সম্ভাব্য দ্রুততম সময়ে তা আদায় করে নেওয়া আবশ্যক। (ফাতহুল কাদির : ২/৩২০; আততাজনিস ওয়াল মাজিদ : ২/৪৬৩; আলবাহরুর রায়েক : ২/৩১৪; ইমদাদুল আহকাম : ২/১৫৭)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন