জান্নাতের ৮টি দরজা একজন মুমিনের জন্য জন্য খুলে দেয়া হবে

  30-07-2018 01:35PM

পিএনএস ডেস্ক : ফরজ, ওয়াজিব, সুন্নাত তো অবশ্যই পালন করব এর পাশাপাশি কিছু মুস্তাহাব বা ঐচ্ছিক আমল আছে যা করলে একজন মুমিনের জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয়।

যেমন হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “যে ব্যক্তি পূর্ণভাবে ওজু করবে এবং কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে”। (মুসলিম ১/২০৯,,মিশকাতঃ ২৮৯)

কালিমা শাহাদাত- উচ্চারণঃ আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা-লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও রাসূল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন