নারীদের চাকরি করা কতটা বৈধ?

  27-03-2019 02:46AM

পিএনএস ডেস্ক : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটির ৫৮১তম পর্বে নারীদের চাকরি করা বৈধ কি না, সে বিষয়ে টেলিফোনের মাধ্যমে জানতে চান একজন দর্শক।

ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, নারীদের জন্য চাকরি করা জায়েজ। সেক্ষেত্রে ইসলামি শরিয়তের যে বিধানগুলো রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। নারীরা পর্দা অনুসরণ করবে। যেখানে অবাধ মেলামেশা আছে সেখানে চাকরি করবে না। নারী-পুরুষ যেখানে একান্তে অবস্থান করে থাকে সেখানে চাকরি করবে না। এই বিষয়গুলো খেয়াল রেখে নারীরা চাকরি করতে পারেন এবং চাকরি করা নারীদের জন্য জায়েজ রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন