বৃষ্টি ও বজ্রপাতের সময় যে দোয়া পড়বেন

  02-04-2019 08:55PM

পিএনএস ডেস্ক : ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন বজ্রের আওয়াজ শুনতেন, তখন এই দোয়া পড়তেন—‘আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগজবিকা ওয়া লা-তুহলিকনা বিআজা-বিকা ওয়া আ-ফিনা-ক্ববলা জা-লিকা।’ অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের আপনার গজব দিয়ে হত্যা করবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। বরং এসবের আগেই আমাকে পরিত্রাণ দিন। (তিরমিজি, হাদিস : ৩৪৫০)

রাসুলুল্লাহ (সা.) যখন বৃষ্টি হতে দেখতেন তখন এই দোয়া পড়তেন— ‘আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ’, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের উপকারী ও স্বচ্ছ বৃষ্টি দান করুন।’ (বুখারি, হাদিস : ১০৩২)

আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে দুই হাত উঁচিয়ে দোয়া করলেন, ‘আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা।’ অর্থাৎ হে আল্লাহ, বৃষ্টি আমাদের ওপর থেকে আশপাশের অঞ্চলে সরিয়ে দিন, পাহাড়-মরু, খাল-বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নিন।’ (বুখারি, হাদিস : ১০১৩)

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন