সেহেরি ও ইফতারের সময়সূচি

  05-05-2019 06:02PM

পিএনএস ডেস্ক : দেখতে চলে আসলো মুসলিমদের সর্বোচ্চ ইবাদাতের মাস রমজান। রহমত, নাজাত ও মাগফিরাতের এ মাস মুসলিমদের কাছে খুবই তাৎপূর্যপূর্ণ।

১৪৪০ হিজরি সনের (২০১৯) শাবান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে আগামী ০৭ মে থেকে শুরু হবে এ বারের রমজান। সেক্ষেত্রে ০৬ মে সোমবার দিবাগত রাতেই শুরু হবে তারাবিহ, শেষ রাতে খেতে হবে সেহেরি। তবে শাবান মাস যদি ৩০ দিন পূর্ণ হয় তবে সেক্ষেত্রে এক দিন পেছাবে রোজা। তবে সে সম্ভাবনা এবার খুবই কম।

ইসলামিক ফাউন্ডেশন গত ৮ এপ্রিল ১৪৪০ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী এবার প্রথম রমজানে সেহেরির শেষ সময় ভোররাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৪৩ মিনিট।

রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানের সেহেরি ও ইফতারের সময় সূচি সর্বোচ্চ ১১ মিনিট যোগ করতে হবে এবং ১০ মিনিট বিয়োগ করতে হবে।

সেহেরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদেকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদেকের ৩ মিনিট পর রাখা হয়েছে।

সেহেরি ও ইফতারের সূচি দেখতে ক্লিক করুন 





পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন