যেসব কারণে রোজা মাকরুহ হয়

  08-05-2019 04:04PM

পিএনএস ডেস্ক: মাকরুহ অর্থ অপছন্দনীয়। যেসব কাজ করলে গুনাহ হয় না; তবে ইসলামে অপছন্দ করা হয়েছে সেগুলোকে মাকরুহ বলে।

রোজার ক্ষেত্রেও অনেক কাজ এমন রয়েছে, যেগুলো করলে রোজা ভঙ্গ হবে না। তবে এ ধরনের কাজ করা ঠিক নয়।

১. মিথ্যা কথা বলা।

২. গিবত বা চোগলখোরি করা।

৩. গালাগাল বা ঝগড়া-ফ্যাসাদ করা।

৪. কোন কবিরাহ গুনাহে লিপ্ত হওয়া।

৫. সকালবেলায় নাপাক অবস্থায় থাকা।

৬. রোজার কারণে অস্থিরতা বা কাতরতা প্রকাশ করা।

৭. কয়লা, মাজন, টুথপাউডার, টুথপেস্ট বা গুল দিয়ে দাঁত মাজা।

৮. অনর্থক কোনো জিনিস মুখের ভেতরে দিয়ে রাখা।

৯. অহেতুক কোনো জিনিস চিবানো বা চেখে দেখা।

১০. কুলি করার সময় গড়গড়া করা।

১১. নাকের ভেতর পানি টেনে নেয়া। (কিন্তু ওই পানি গলায় পৌঁছলে রোজ ভেঙে যাবে।)

১২. ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে গিলে ফেলা।

১৩. ইচ্ছাকৃতভাবে অল্প বমি করা।

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন