গোসলের পর নতুন করে অজু করার প্রয়োজন আছে কি?

  05-10-2019 07:50AM

পিএনএস ডেস্ক:প্রশ্ন: আমি দীর্ঘদিন থেকে আমার বাবাকে গোসলের পর নতুন করে ওযু করতে দেখি। আমার জানার বিষয় হলো গোসলের পর নতুন করে ওযু করার ব্যাপারে শরীয়তের বিধান কি ?

উত্তর: بسم الله الرحمن الرحيم

গোসলের শুরুতে অজু করা সুন্নত। গোসলের মাধ্যমে যেহেতু অজু হয়ে যায়, তাই গোসলের পর ওযু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে ওযু করতে হবে না। আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তা’আলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে নতুন করে অজু করতেন না। ( জামে তিরমিজী: খন্ড ১ , পৃষ্ঠা ৩০)

হযরত ইবনে ওমর রা. কে গোসলের পর ওযু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন গোসল অপেক্ষা কোনো অজু ব্যাপকতর? ( মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস নং ৭৪৮ )

عن عائشة رض ان النبي صلى الله عليه وسلم كان لا يتوضأ بعد الغسل ، (جامع الترميذي: رقم الحديث 107 ، باب في الوضوء بعد الغسل)

عن ابن عمر قال : سئل عن الوضوء بعد الغسل ؟ فقال : و اي وضوء اعم من الغسل ؟ ( مصنف ابن ابي شيبة ، رقم الحديث، 748 )

و يراجع ايضا : في عمدة القاري 3/ 86 ط. التوفيقية ، و البحرالرئق 1/ 94 ط . زكريا ، و الدر المختار مع رد المحتار 1/ 323 ط. زكريا )

والله اعلم بالصواب

উত্তর লিখনে : মুহা.আব্দুল্লাহ আল মামুন

শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামীয়া ঢাকা ।
সত্যায়নে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন