তাওবা করার শ্রেষ্ঠ যে দোয়া মহানবী (সা.) শিখিয়েছেন

  30-07-2015 10:16PM

পিএনএস, ইসলাম : মানুষ চলার পথে জেনে অনেক সময় না জেনে না বুঝে খুব মারাত্বক পাপ করে থাকে। যেই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় তাওবা। অর্থ্যাৎ তাওবা না করলে মহান আল্লাহ তায়ালা কিছু কিছু পাপ কখনোই ক্ষমা করবেন না। তাই মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতদের তাওবা করার শ্রেষ্ঠ দোয়াটি শিখিয়ে দিয়েছেন।

দোয়াটি হলো-
উচ্চারণঃ ‘আসতাগফিরুল্লা-হাল আ’যীমাল্লাযী লা- ইলা- হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।’
অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের আর কোন যোগ্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে তাওবা করছি।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামী হয়”। অর্থাৎ, সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। (তিরমিযী ৪/৬৯, আবুদাঊদ ২/৮৫, মিশকাত হা/২৩৫৩)।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন