ড্যাফোডিলের ছাত্র হত্যায় বন্ধুর যাবজ্জীবন

  31-12-2017 06:12PM

পিএনএস ডেস্ক : ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেতু সরকারকে হত্যার দায়ে তাঁর বন্ধু এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেজবা উল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তা ছাড়া হত্যার আগে সেতুকে বলাৎকারের কারণে মেজবাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার দ্রুত বিচার আদালত-১–এর বিচারক শাহেদ নূরউদ্দীন এ রায় দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার ওলিউল ইসলাম প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর হাজারীবাগের তল্লাবাগের একটি মেসে খুন হন সেতু সরকার। তিনি ওই মেসেই থাকতেন। হত্যার আগে সেতুকে বলাৎকার করেন মেজবা।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন