মা-ছেলে হত্যা মামলায় প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি

  08-01-2018 12:59PM


পিএনএস ডেস্ক: রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা-ছেলে হত্যা ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম নূর নবী নতুন এ দিন ধার্য করেন।

সোমবার (৮ জানুয়ারি) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। রমনা থানারওসি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর কাকরাইলের তমা সেন্টারের গলির কাছে ৭৯/১ বাড়ির পাঁচতলা থেকে মা শামসুন্নাহার ও তার ছেলে শাওনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শামসুন্নাহারের ভাই আশরাফ আলী খোকন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ২ নভেম্বর রাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন।

এর পর স্বামী আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তাকে গ্রেপ্তার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন