ঢাকা উত্তর: উপনির্বাচন স্থগিত চেয়ে রিট, আদেশ বুধবার

  16-01-2018 04:18PM

পিএনএস ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানি শেষ হলে আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

ভাটারার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও বেড়াইদের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আজ মঙ্গলবার এ সংক্রান্ত দু’টি রিট করেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন