বিএনপির ৭০ নেতাকর্মীর আগাম জামিন

  05-03-2018 02:56PM


পিএনএস ডেস্ক: বিভিন্ন মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ প্রায় ৭০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তাদের এ জামিন মঞ্জুর করেন।

জামিন অন্যদের মধ্যে আছেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল হক পিকলু, বিএনপির কেন্দ্রীয় জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও গফরগাঁওেউপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান, গফরগাঁও যুবদলের সভাপতি সরদার খুররম, সেক্রেটারি ইসহাক আহমেদ, পাগলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেনসহ বিএনপির ও অঙ্গসংগঠনের প্রায় ৭০ জন নেতাকর্মী।

বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান মইন, অ্যাডভোকেট মাসুদ রানা, মো: রুকনুজ্জামান সুজা, কে আর খান পাঠান সাহের।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। বেগম জিয়া বর্তমানে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ আছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন