লক্ষ্মীপুরে প্রতারণায় মামলায় যুবকের ১ বছরের কারাদন্ড

  22-03-2018 08:12PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অর্থ আত্বসাৎ ও প্রতারণা মামলায় মো: আবদুর রশিদ খাঁন নামে যুবকের ১ বছরের সশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দিয়েছে আদালত। লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মনসুর উদ্দিন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করেন। মামলা দায়েরের পর থেকে আসামী পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্ত রশিদ সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার দুরগতিয়া পাড়ার সমসের আলী পুত্র।

আদালত সূত্রে জানা যায়, বেসরকারী এনজিও ব্যুরো বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলা ব্যবস্থাপক দায়িত্ব থাকা কালে মো: আবদুর রশিদ খাঁন প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৬ হাজার ১ শত ৪৭ টাকা প্রতারণার মাধ্যমে আত্বসাৎ করে।

পরে এ ঘটনায় ব্যুরো বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মো: গোলাম মুস্তফা বাদী হয়ে আবদুর রশিদ কে প্রধান আসামী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ৫/০৫/২০১৫ ইং তারিখে একটি মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলা রায় প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাহমুদ এসকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন