চাঁপাইনবাবগঞ্জে ভাই হত্যার দায়ে মৃত্যুদণ্ড

  27-03-2018 08:20PM

পিএনএস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই শফিউল ইসলামকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শফিউল ইসলাম গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকাধীন নুনগোলা মহল্লার হাদিসুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা বেগম মামলার বিবরণ দিয়ে জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৫ মে শফিউল ইসলাম তার বড় ভাই বগুড়া সেনানিবাসের তৎকালীন করপোরাল শহিদুল ইসলামকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

তিনি জানান, ওই ঘটনায় নিহত সেনা সদস্য শহিদুলের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে ঘটনার দিনই গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় শফিউল ইসলামকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদশর্ক সাইদুল হক।

এরপর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শোনার পর মঙ্গলবার দুপুরে আদালত আলোচিত এ মামলার রায় প্রদান করেন বলে জানান এপিপি আঞ্জুমান আরা।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন