লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

  18-04-2018 07:27PM

পিএনএস ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাতি ও হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজমুল হুদা তালুকদার এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে জেল দেওয়া হয়েছে। এ সময় পাঁচ আসামি আদালতে ছিলেন। অন্য ৯ জন পলাতক।

লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি আবুল কালাম জানান, ২০১১ সালের ২ জুলাই রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পার এলাকায় কার্তিক পালের ঘরে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতদের গুলিতে কার্তিকের ছেলে দীপ্ত নিহত ও দীপ্তর চাচা সঞ্জয় পাল আহত হন। এ ঘটনায় পরদিন ১৪ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন কার্তিক পাল। এরপর ২০১৩ সালের এপ্রিল মাসে ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

তিনি আরও জানান, ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত। বাদী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন