খাগড়াছড়িতে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ্জীবন

  19-04-2018 09:41PM

পিএনএস ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালায় এক মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ রত্মেশ্বর ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলো, দীঘিনালা উপজেলার বড় মেরুং-এর বাসিন্দা মর্তুজা আলীর ছেলে মো: ইসমাইল হোসেন(২১), একই গ্রামের বাসিন্দা ইছহাক আলীর ছেলে ইমন হোসেন(২০) ও আক্কাছ আলীর ছেলে ফারুক মিয়া(২৩)।

আসামিদের যাবজ্জীবন কারােণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেয় আদালত।

২০১৪ সালের ১৮ জুন দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে অভিযুক্তরা। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে একই দিন দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে কিশোরীর পরিবার।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন