আলোচিত মাদক ব্যবসায়ী লাভলী বেগমের যাবজ্জীবন

  27-05-2018 04:37PM

পিএনএস ডেস্ক : ঝিনাইদহের আলোচিত মাদক ব্যাবসায়ী লাভলী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ দণ্ড প্রদান করেন। আজ বেলা ১২ টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এ মামলা রায় দেন তিনি।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে লাভলী বেগমকে আটক করে পুলিশ। সে সময় তার কাছ থেকে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক রায় ঘোষণা করেন। দন্ডিত লাভলী বেগম কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বদারুল ইসলামের মেয়ে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন