রাজধানীতে সীসা বারকে ৮ লাখ টাকা জরিমানা

  28-05-2018 12:14AM

পিএনএস ডেস্ক: অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার বিক্রি করার অভিযোগে রাজধানীর গুলশানের একটি সীসা বার কাম রেস্টুরেন্টকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপরাধ গুরুত্বর হওয়ায় বারটিকে সিলগালা করা হয়।

বুধবার রাত ৯টায় গুলশান-১ এর ৩ নম্বর রোডের ৯/এ নম্বর বাড়ির মিরাজ সীসা বার কাম রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার বিক্রি করার অভিযোগে ওই রেস্টুরেন্টকে জরিমানা ও সিলাগালা করা হয়। ওই সীসা বার কাম রেস্টুরেন্ট থেকে ২৮টি কল্কি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকা অনুযায়ী ঢাকায় অবৈধভাবে ১০৪টি সীসা বার পরিচালিত হচ্ছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন