জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই চলে গেলেন বাচ্চু

  30-05-2018 02:40PM


পিএনএস ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই চলে গিয়েছেন তিনি।

বুধবার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে তাকে চার দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০১৭ সালের ৪ ও ৬ ডিসেম্বর, চলতি বছরের ৮ জানুয়ারি ও ৮ মার্চ এই চার দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংকের বিভিন্ন ঋণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাংকের টাকাগুলো কীভাবে লেয়ারিং হয়েছে, তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তবে এসব মামলার কোনোটিতেই বাচ্চুকে আসামি করা হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন