হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানা

  30-05-2018 09:48PM

পিএনএস ডেস্ক : দেশে পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইন আছে। এই আইনে হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানার বিধান রয়েছে।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ব্যবসা সহজ করার ক্ষেত্রে নেওয়া সংস্কার উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি জানাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সভাটির আয়োজন করে।

আইন থাকলেও তা প্রয়োগ করার মতো জনবল না থাকার কথা উল্লেখ করে বদরুল আলম বলেন, ‘ব্যবসা সহজ করতে আইন নয়, সমস্যা আইনের প্রয়োগ করার মতো লোক নেই। আইন সংস্কার নিয়ে যত কাজ হয়, প্রয়োগের ক্ষেত্রে তেমন কাজ হয় না। যুক্তরাষ্ট্রে ২৫ কোটি মানুষের জন্য বিচারকের সংখ্যা ৮৫ হাজার। বাংলাদেশে ১৬ কোটি মানুষের ক্ষেত্রে এ সংখ্যা ১ হাজার ২০০ জন। বিচারকেরা বসার জায়গা পান না। এজলাসের সংখ্যা কম। এসব সমস্যার সমাধান আগে দরকার।’

এর আগে আইন কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফাওজুল আজিম বলেন, ১০-১২টি আইন সরাসরি ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত। এসব আইনের কয়েকটির বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। ফলে এখনকার ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আইন খাপ খাওয়াতে পারছে না। এসব আইন হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, চারটি ক্ষেত্রে কিছু সংস্কারকাজ করে বিডা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ডুয়িং বিজনেসে উন্নতির আশা করছে।

সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ক্ষেত্রে। আগে যেখানে বিদ্যুৎ-সংযোগ পেতে ব্যবসায়ীদের ৪০৪ দিন লাগত, এখন সেটা মিলছে ২৮ দিনে। বিশ্বব্যাংক প্রতিবছর ‘ইজ অব ডুয়িং বিজনেস’ প্রতিবেদন প্রকাশ করে। কোন দেশে ব্যবসা করা কতটা সহজ, তা প্রকাশ পায়। বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে এ সূচককে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। গত বছর সহজে ব্যবসা সূচকে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। সরকার এ ক্ষেত্রে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ৯৯তম অবস্থানে আনতে চায়।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ডুয়িং বিজনেসে এ বছর উন্নতির প্রত্যাশা করছি। কতটুকু উন্নতি হবে, তা বলতে পারবে যারা তালিকা করে, তারা।’

অনুষ্ঠানে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) নিবন্ধক রুহিদাস জদ্দার, ঢাকা চেম্বারের মহাসচিব এ এইচ এম রেজাউল কবির, বিডার সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, পরিচালক তৌহিদুর রহমান খান, মো. আরিফুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন