বেগম খালেদা জিয়ার দুই মামলায় জামিন আদেশ আজ

  31-05-2018 09:57AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ আজ।

বৃহস্পতিবার (৩১ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেবেন।

এর আগে গত মঙ্গলবার (২৯ মে) এই বেঞ্চে জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এবিষয়ে আদেশের জন্য আজকের বৃহস্পতিবার (৩১ মে) দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষ শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ হোসেন। ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত থাকার প্রসঙ্গে আদালত বলেন, চাইলে তিনি বৃহস্পতিবার (৩১ মে) এ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করতে পারবেন।

এর আগে সোমবারের কার্যতালিকায় থাকা দুটি মামলা উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য আজকের দিন ঠিক করেন। এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

গত ২২ মে আদালতের অনুমতি নিয়ে এই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন