দুই মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ ২ জুলাই

  24-06-2018 01:06PM

পিএনএস ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লার দুই মামলায় জামিনে থাকবেন কিনা সে বিষয়ে আদেশ আগামী ২রা জুলাই দেয়া হবে। আজ রোববার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ সময় নির্ধারণ করেন।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।

২০১৫ সালের ৫ই জানুয়ারির পর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

আহত হন আরো ২০ জন। সেসব ঘটনায় এ দুটি মামলা করা হয়। গত ২০শে মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। ২৭শে মে দুই মামলার ওপর শুনানি শেষে ২৮শে মে খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপিল করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন