কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ৫ দিনের রিমান্ডে

  02-07-2018 05:02PM

পিএনএস ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এ আদেশ দেন।

আদালত সূত্র বলছে, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার রাশেদ খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালতে শুনানির সময় রাশেদ খান নিজেকে নির্দোষ দাবি করেন। গতকাল রোববার রাশেদকে ভাষানটেক থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

রোববার ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান রাশেদ খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, গত ২৭ জুন রাত আটটা আট মিনিটে রাশেদ খান ফেসবুক লাইভে মিথ্যা, মানহানিকর ও নাশকতা ছড়ানোর উদ্দেশ্যে বক্তব্য দেন। কিছু বক্তব্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট মানহানি ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বিষয়ে আল নাহিয়ান বলেন, ভিডিওটি শুনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কথাগুলো বলা হয়েছে বলে তাঁর মনে হয়েছে। সে জন্য তিনি মামলা করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন