কোটা নেতা ফারুকসহ ৩ জন রিমান্ডে

  10-07-2018 07:12PM

পিএনএস ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের পর এবার সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ ৩ জনকে ২ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্ত অন্যরা হলেন জসিম উদ্দিন ও মশিউর রহমান।

মঙ্গলবার শাহবাগ এলাকায় ভাঙচুরসহ পৃথক দুই মামলায় ফারুকসহ তিনজনকে আদালতে হাজির কারে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্য দুই আসামি হলেন জসিম উদ্দিন ও মশিউর রহমান।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভিসির বাড়ি ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে।

এর আগে, গত ১ জুলাই শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মামলায় কোটা আন্দোলনের নোত রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন তাকে জিজ্ঞাসাবাধের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে উপাচার্যের বাসা ভাঙচুর ও তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় রাশেদ খানকে আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন