হামিদুর রহমান আযাদ কারাগারে

  25-07-2018 03:10PM


পিএনএস ডেস্ক: আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পর জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

বিষয়টি সাংবাদিকদের জানান হামিদুর রহমান আযাদের আইনজীবী আব্দুস সুবহান তরফদার।

আইনজীবীরা জানান, ২০১৩ সালের মার্চ মাসে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় জামায়াতে ইসলামীর ঢাকা মহাগর শাখার আমীর রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ ও মো: সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই বছরের ২১ মার্চের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ তিন নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে ট্রাইব্যুনাল। এরপর এ বিষয়ে তারা ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০১৩ সালে ২০ জুন হামিদুর রহমান আযাদকে ৩ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন