সিলেটে রাজু হত্যায় ৩৮ ছাত্রদল নেতাকর্মীর নামে মামলা

  14-08-2018 07:24AM

পিএনএস ডেস্ক: সিলেটে মেয়র আরিফুল হকের বিজয় মিছিল শেষে হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ৩৮ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাত ১০ টায় নিহতের চাচা দবিরুল ইসলাম বাদী হয়ে কতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

তবে অন্য আসামি গ্রেপ্তারের স্বার্থে সবার নাম বলতে রাজি হননি ওসি।
শনিবার রাত সাড়ে ৯ টায় নগরীর কুমার পাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন রাজুসহ ৩ ছাত্রদল কর্মী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় মারা যান সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু। আহত জাকির হোসেন উজ্জল ও সালাহ লিটনকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে রবিবার দুপুরে রাজুর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন