খন্দকার মাহবুবসহ খালেদা জিয়ার শীর্ষ ৭ আইনজীবীর জামিন

  17-09-2018 03:26PM


পিএনএস ডেস্ক: পল্টন, খিলগাঁও, মতিঝিল, মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামিলায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, নিতাই রায় চৌধুরী, তৈমূর আলম খন্দকার ও সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে জামিন দেয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও নিতাই রায় চৌধুরী।

চলতি মাসের বিভিন্ন সময়ে পল্টন, মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় এসব নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।

এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিন দেন।

এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শীর্ষ আইনজীবীদের ওপর চাপ সৃষ্টি করার জন্য এসব মামলা করা হয়েছে। ঘটনার দিন অভিযোগে উল্লেখিত ঘটনাই ঘটেনি। এটা ভিত্তিহীন ও গায়েবী মামলা।

আইনজীবীরা জানান, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন