বাসে পেট্রল বোমা হামলা : খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

  03-10-2018 03:43PM


পিএনএস ডেস্ক: কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলায় আটজন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বিপ্লব দেবনাথ এ রায় ঘোষণা করেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু।

আইনজীবী রিংকু বলেন, “বুধবার ছিল হত্যা মামলায় জামিন আবেদনে অধিকতর শুনানির দিন। অধিকতর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দিয়েছে আদালত।

তিনি আরো বলেন, বস্তুত এ মামলাটির ঘটনার সঙ্গে খালেদা জিয়ার কোনো প্রকার সংম্পৃক্ততা নেই। রায়ের কপি পাওয়ার পর আমরা উচ্চ আদালতে যাব। সেখানে ন্যায়-বিচার পাব বলে আশা করি।

প্রসঙ্গত, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি আইকন পরিবহনের একটি নৈশ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর পৌঁছালে এ হামলা করা হয়। এতে আট যাত্রী আগুনে পুড়ে মারা যান। আর আহত হন ২৭ যাত্রী। পরে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলায় দুই বছরের তদন্ত শেষে চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন