সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যায় হাইকোর্টের রায় ১৬ অক্টোবর

  11-10-2018 09:03PM

পিএনএস ডেস্ক : সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামি ১৬ অক্টোবর রায়ের দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু, মনসুরুল হক চৌধুরী, আহছান উল্লাহ ও সুব্রত সাহা।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় ঘোষণা করেন।

রায়ে সাংবাদিক ফরহাদের ভাগনে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর বিধি অনুসারে হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং একই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিপক্ষ।

দীর্ঘ অপেক্ষার পর গত ৭ আগস্ট হাইকোর্টে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন