মির্জা আব্বাসের দুর্নীতি মামলা চলতে বাধা নেই: হাইকোর্ট

  11-11-2018 01:12PM


পিএনএস ডেস্ক: বিএনপি নেতা মির্জা আব্বাসের দুর্নীতি মামলা চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সম্পর্কিত রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানির পর হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগে গ বছরের ৮ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখে আপিল বিভাগ। ফলে মির্জা আব্বাসের এ মামলার কার্যক্রম স্থগিত ছিল দীর্ঘদিন।

দুদকের আবেদন খারিজ করে ওইদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

২০১৬ সালের ২৭ ডিসেম্বর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ তিন মাসের জন্য এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

মিরপুরে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় আব্বাসের বিরুদ্ধে এ মামলা করে দুদক। গত ২০ অক্টোবর এ মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত-৪।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন