জাককানইবি’র বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  12-11-2018 05:15PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ২য় দিনে এপি ইউনিটের পরীক্ষার সময় (সোমবার) বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী, অস্থায়ী খাবার হোটেল গুলোতে খাবারের মান ও মূল্য তালিকা না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে পনের হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন।

সোমবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র্র করে আশেপাশের খাবার হোটেলগুলোতে মানহীন খাবার ও অতিরিক্ত মূল্য নির্ধারনের অভিযোগে অভিযান চালিয়ে সাওদা, ভোজন বিলাস ও অস্থায়ী তাবু করা দোকানসহ মোট ০৩টি হোটলকে ১০ হাজার, ৫ হাজার ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এদিকে জাককানইবি’র এপি ইউনিটের ১৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্যে মোট আবেদন জমা পড়েছিলো ১১৮০টি যার মধ্যে সোমবারের পরীক্ষায় ৯৫৬ পরীক্ষার্থী অংশ নেয় যা মোট পরীক্ষার্থী ৮১ ভাগ।

জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান সকাল ১০-১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন