পুলিশের মাধ্যমে জামিননামা: হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত

  13-11-2018 02:23AM

পিএনএস ডেস্ক: পুলিশের মাধ্যমে সিএমএম কোর্টের জামিননামা দাখিল এবং রেজিস্ট্রি করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

একইসঙ্গে লিভ টু আপিল করার নির্দেশ দিয়েছেন আদালত। চেম্বার জজ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামানের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল।

এর আগে রোববার সিএমএম কোর্টের জামিননামা পুলিশের মাধ্যমে দাখিল এবং রেজিস্ট্রি করা সংক্রান্ত বিষয়টি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

চেম্বার আদালতের আদেশের ফলে এখন আবার আগের বিধান চালু হবে। অর্থাৎ এখন থেকে সাঁটলিপিকার নথিভুক্ত করা এবং জামিনাদেশ পাঠানোর প্রক্রিয়া পুলিশের হাতেই থাকলো।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন