স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

  14-11-2018 04:13PM

পিএনএস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শেখ সুলতানা রাজিয়ার বিচারিক আদালত এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-নিহত আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী পৌর এলাকার ভাদুঘর গ্রামের সালমা বেগম, তার কথিত প্রেমিক একই গ্রামের সজল দেবনাথ ও আলাল মিয়া। আসামিদের মধ্যে সালমা ছাড়া অন্য দুই আসামি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম বলেন, ২০১১ সালের ৫ জুন খুন হন ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারের ব্যবসায়ী ভাদুঘর গ্রামের আব্দুল করিম। ওই তারিখে গভীর রাতে সালমাসহ তিন আসামি গলায় রশি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে বসত ঘরেই রেখে দেওয়া হয়। করিমের প্রথম স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন