রায়ের বিরুদ্ধে রফিকুলের আপিল, জামিনের আবেদন

  26-11-2018 01:52PM

পিএনএস ডেস্ক :সম্পদের তথ্য পোপনের অভিযোগের মামলায় কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আপিল করেছেন। একই সঙ্গে সাবেক এই গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জামিন আবেদনও করেছেন।

সোমবার (২৬ নভেম্বর) বিচারপতি মো. শওকত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

তিনি বলেন, খালাস চেয়ে আপিল, দণ্ড স্থগিত ও জামিন আবেদন করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ নভেম্বর) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুবের আদালত তাকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন। এছাড়াও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদেশের পর ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর উত্তর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

পরেরদিন বুধবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে হাজির করা হয়। আদালত ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন