মেয়র পদে থেকেও এমপি নির্বাচন করা যাবে: হাইকোর্ট

  09-12-2018 04:37PM

পিএনএস ডেস্ক : কোনও ব্যক্তি পৌর মেয়র হিসেবে দায়িত্বে থেকেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে এক আদেশে জানিয়েছেন হাইকোর্টে।

রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি হাসান আরিফের একক বেঞ্চ এ আদেশ দেন।

প্রার্থীদের করা এক আপিল শুনানি শেষে আদালত আদেশে নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৩ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, দিনাজপুর-৩ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নওগা-৫ আসনের বিএনপি প্রার্থী পৌর মেয়র নাজমুল হকের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

পৌর মেয়র পদে থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন দাখিল করার পর তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সেগুলো বাতিল করে রিটানিং কর্মকর্তারা।

এতে নিয়ম অনুযায়ী প্রার্থীরা হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন