বিএনপির প্রার্থী তমিজউদ্দিনের মনোনয়ন বৈধ

  12-12-2018 05:29PM

পিএনএস ডেস্ক : ঢাকা-২০ আসনে বিএনপি প্রার্থী তমিজ উদ্দিনের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসাথে তাঁর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত এই আদেশ দেন।

এদিনে তমিজ উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, রুহুল কুদ্দুস কাজল ও সানজিত সিদ্দিক। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তমিজ উদ্দিন। কিন্তু তা গৃহীত হওয়ার আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ২ ডিসেম্বর তা বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি ৬ ডিসেম্বর আপিল মঞ্জুর করে তাঁকে বৈধ প্রার্থী ঘোষণা করে।

পরে, ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ। ওই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ তার প্রার্থিতা স্থগিত করেন।

এর বিরুদ্ধে আপিল করেন তমিজ উদ্দিন। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বারজজ আদালত এই আদেশে দেন।

ফলে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর লড়াই করতে আর কোন বাঁধা থাকলো না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন