কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন

  23-01-2019 02:21PM


পিএনএস ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় মঞ্জুরুল ইসলাম আনসারী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।


বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সি মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম আনসারী আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৫মে দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের রাকিবা খাতুনের শিশু কন্যাকে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুর গণি আনসারীর ছেলে মঞ্জুরুল ইসলাম আনসারী। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঞ্জুরুল ইসলাম আনসারীকে আসামি করে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন